GAIRSG ল্যাশিং এর সেশন 2020
২৯/১১/২০২০ তারিখ, সকাল ১১ টা এর সময় আমাদের ল্যাশিং এর সেশন ক্লাস এর ব্যাবস্থা করা হয়। ল্যাশিং হ'ল দড়ি, তার বা ল্যাঙ্কিং ডিভাইসের সাথে ওয়েবিংয়ের ব্যবস্থা যা কিছুটা কঠোর উপায়ে একসাথে দুটি বা আরও বেশি আইটেম একসাথে সুরক্ষিত এবং বেঁধে রাখতে ব্যবহৃত হয়। লাশগুলি কাঠের খুঁটিতে সাধারণত প্রয়োগ করা হয় এবং এটি সাধারণত কার্গো, ধারককরণ, স্কাউটিং আন্দোলন এবং নাবিকদের সাথে যুক্ত। আমাদের ল্যাশিং ক্লাস নেনঃ
মোঃ মেহেদি হাসান ( Senior Rover Mate of Boys )
আমাদেরকে প্রথমে ল্যাশিং বিষয়ে ধারনা দেওয়া হয় যে এটি কি কাজে লাগে , এরপর আমাদেরকে ৭টি ল্যাশিং শেখানো হয়। কারন, এই ৭টি ল্যাশিং আমাদের অবশ্যই জানতে হবে । ল্যাশিং গুলো হলঃ
ডাক্তারী গেরো (Reef Knot)
বড়শী গেরো ( Clove Hitch )
পাল গেরো (Sheet Bend )
জীবন রক্ষা গেরো (Bowline )
গুড়ি টানা গেরো (Timber Hitch)
তাঁবু গেরো ( Round Turn & Two half Hitches )
ফিসার ম্যানস নট (Fisherman’s Knot)
এই ল্যাশিং গুলো আমাদের শেখানো হয় এবং আমাদেরকে এইগুলো তাদের সামনে করে দেখাতে হয়।