এসডিজি কে জানার জন্য ক্যাম্প
Profile picture for user protik_1
Bangladesh

এসডিজি কে জানার জন্য ক্যাম্প

স্কাউট কার্যক্রম বাস্তবায়নের লক্ষে "কেহই পিছিয়ে যাবেনা" থীমকে সামনে রেখে হিমাংশু কুমার দত্ত মেমোরিয়াল মুক্ত স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ৩ দিন ব্যাপি অনুষ্ঠান গতকল্য শনিবার সকাল ১০ ঘটিকায় সমাপ্ত হয়। স্কাউট ক্যাম্পের সমাপনী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পকে উৎসাহ- উদ্দীপনায় মাতিয়ে রাখতে এক মনোরম পরিবেশে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্প- গ্রুপ সভাপতি কাজল জ্যোতি দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ বি.এম. ফরহাদ হোসেন সংগ্রামের অনুপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন তরুন প্রজন্মের পক্ষে লিটন দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সুজিৎ কুমার চক্রবর্তী, রক্তিম মিনার পরিচালক রুবেল মল্লিক,প্রেসিডেন্টস্ স্কাউট প্রতিক দত্ত, ক্যাম্প প্রধান আয়োজক আদিত্য মল্লিক যাদু প্রমুখ। বক্তারা স্কাউট ক্যাম্পের সদস্যদের নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রচন্ড শীতকে উপেক্ষা করে দ্বায়িত্ব ও কর্তব্য সহ ক্যাম্পকে সার্থক করে তোলার জন্য ভূয়সী প্রশংসা করেন।
Started Ended
Number of participants
40
Service hours
3440

Share via

Share