এসডিজি এর প্রতিটা বিষয় মানবজাতির অগ্রযাত্রায় উন্নয়ন বজায় রাখবে।
No poverty -দারিদ্র নেই। এর সমাধান করতে হলে আমাদের শিক্ষার প্রয়োজন এবং সেই শিক্ষার আলো দিয়ে বেকারত্ব ঘোচাতে সাহায্য।
Zero hunger - শুন্য ক্ষুধা। মানুষ যদি বেকার না থাকে তাহলেই এই ক্ষুধা নিবারন করা সম্ভব হবে।
Good Health and Wellbeing - পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার মধ্যেই আমরা সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো।
Quality Education- আমাদের দেশে শিক্ষার মান অনেকটাই ভালো তবে যদি শিশুশ্রম নিষিদ্ধ করে শিক্ষা বাধ্যতামুলক করা হয় এবং গুনগত শিক্ষা প্রদান করা হয় তাহলেই সম্ভব এই সমস্যা সমাধান।
Gender Equitation -লিঙ্গ সমতা।আমাদের দেশে যদিও এখন বিপরীত লিঙ্গে প্রতি আকর্ষন বেশি প্রভাব বিস্তার করে। তাই বর্তমানে ধর্ষন প্রতি মুহুর্তে মহামারী ধারন করছে এই সমস্যা সমাধান করতে হলে আমাদের আইনশৃঙ্খলা বাড়াতে হবে এবং এর সঠিক পদক্ষেপে এর প্রভাব কমিয়ে আনা সম্ভব।
Clean water and sanitation-পরিস্কার পানি এবং স্যানিটেশন।আমাদের দেশের বিভিন্ন স্থানে পানি বিশুদ্ধ নয় তাই আমাদের এর প্রতি পদক্ষেপ নিতে হবে। স্যানিটেশন ব্যাবস্থা ভালো করতে হবে যেমন যেখানে সেখানে মল ত্যাগ করা যাবে না পাকা টয়লেট এর ব্যাবস্থা করতে হবে এভাবেই এর সমাধান পাওয়া যাবে।
Affordable and clean energy - সাশ্রয়ী মুল্য এবং পরিস্কার শক্তি। দারিদ্র্যতা থাকলে মুল্য দিয়ে অনেক খাবার কিন্তে পারে না তাই তারা ক্ষুদার্থ থাকবে এবং আমাদের উচিৎ একজন রোভার হিসেবে পরিচর্জা করা যে দ্রব্য দাম সাশ্রয়ী আছে কিনা এবং সরকারের উচিত দ্রব্যর দাম সমতল রাখা।
Decent jobs and Economic growth -শালীন চাকরি এবং অনৈতিক বৃদ্ধি। সকলেই যদি দারিদ্র্যতা মোচন করে কর্মক্খম হয়ে উঠতে পারি তাহলে আমাদের দেশে দারিদ্র্যতা থাকবে না এবং আমরা যদি সেই কাজের ফল দিয়ে অনৈতিক বৃদ্ধি করতে পারি সেটা আমাদের কাছে সত্যি বলতে অনেক সুবিধাজনক স্থানে থাকবে।
Industry. Innovation and Infrastructure - শিল্প উদ্ভাবন এবং অবকাঠামো। আমাদের দেশে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। তাছাড়া শিল্প গড়ে তোলার জন্য আমাদের দেশে বিভিন্ন সংস্থা থেকে রিন প্রদান করে থাকে এভাবেই আমাদের শিল্প উন্নয়ন অব্যহত রাখতে হবে এবং এর অবকাঠামো নির্মাণ করতে হবে।
Reduced Inequalities - হ্রাস বৈষম্য -আমাদের দেশে ইতিমধ্যে হ্রাস বৈষম্য মোচনের চেষ্টায় আছে যেমন একটি বাড়ি একটি খামার এবং দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।
Responsible Consumption and production-দায়বদ্ধ ব্যাবহার এবং শক্তিশালী প্রতিষ্টান।
Climate Action - জলবায়ু কর্ম। বৃক্ষ রোপন করে এই উদ্দেশ্য সফল করা সম্ভব হবে।
Life Below water - পানির নিচে জীবন। পানির অপর নাম জীবন। পানি ছাড়া এক মুহূর্ত বেচে থাকা সম্ভব নয়। Life on land- জমিতে জীবন।
Peace. Justice and Strong Institutions - শান্তি, ন্যায়বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠান।
partnership for the Goals - লক্ষ্য জন্য অংশীদারি।