এখানকার ময়লা-আবর্জনার সাথে বোঝাপড়া শেষ।
এখানকার ময়লা-আবর্জনার সাথে বোঝাপড়া শেষ।
এখন আপনাদের সাথে একটু নাগরিক দায়িত্ব পালন সম্পর্কে বোঝাপড়া আছে।
রাস্তায় ময়লা ফেলার অপরাধে আপনার নিম্নে ২০০০ টাকা জরিমানা হতে পারে, জানেন? সেই সাথে কারাদন্ডও হতে পারে।
প্রশাসন দয়াপরবস হয়ে আপনাদের জরিমানা করে না। তার মানে তো এই না যে, আপনারা ইচ্ছা মতো ময়লা ফেলবেন।
আপনারা না শিক্ষিত, তারপরেও কেন ফেলবেন ময়লা?
প্লিজ নিজে সচেতন হোন, আপনার সন্তানকেও রাস্তায় ময়লা ফেলতে বিরত রাখুন।
ওরাই তো ভবিষ্যৎ...