একুশে ফেব্রুয়ারি ২০২০ : ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটদের কার্যক্রম

বিগত ২১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি ২০২০। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সফলতার সাথে একুশে ফেব্রুয়ারি ২০২০ এ সেবাদান কার্যক্রম পরিচালনা করে। সালাম, বরকত, রফিক, জব্বারসহ আর অনেকে প্রাণ দেন ভাষার জন্য। নিজের মায়ের ভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা। আফ্রিকার সিয়েরা লিওন তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্থান দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এর প্রধান ভাষা বাংলা। বাংলার প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২১ শে ফেব্রুয়ারি তে বাংলাদেশে আসেন পুষ্পস্তবক অর্পণ করার জন্য।বাংলাদেশের বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর মানুষ আসেন পুষ্পস্তবক অর্পণ করার জন্য। বাংলায় যেন যাদু আছে। একটি রিসার্চ ইনস্টিটিউটের মতে পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা হল বাংলা। বাংলা ভাষায় কথা বলে এমন ভাষাভাষী মানুষের দিক দিয়ে বাংলা ভাষা বিশ্বে চতুর্থ। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জনাব আবু মুছা এর নেতৃত্বে ২০০ জন রোভার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বেচ্ছাসেবা সেবা প্রদান করে।
Number of participants
200
Service hours
1800

Share via

Share