Distribution of Food among the poor
০৭ অক্টোবর ২০২০ লিও ক্লাব অফ ঢাকা মেগা সিটির উদ্যোগে অসহায় পথ মানুষদের মাঝে খাবার বিতরন করা হয়। এই কার্যক্রমটি পরিচালনা করা হয় মেগা সিটির লিওদের দ্বারা। আমিও একজন লিও। আমি খুব আনন্দিত এবং খুশি তাদের মাঝে সামিল হয়ে। তারা যখন খাবার হাতে প্রান খোলে হাসছিলো এক অন্যরকম অনুভুতি আর প্রশান্তি।