Profile picture for user Mahadi Hassan BM_1
Bangladesh

দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য এবং শীত বস্ত্র বিতরণ কার্যক্রম

গ্রাফিক আর্টস ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য এবং শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন : জনাবঃ- ওয়াজিদ হোসেন স্যার (আর, এস, এল) গ্রাফিক আর্টস ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপ এবং জনাব মোঃ- মোফাখারুল ইসলাম স্যার (ডিপার্টমেন্ট হেড অব প্রিন্টিং) গ্রাফিক আর্টস ইন্সটিটিউট অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর লক্ষে গ্রাফিক আর্টস রোভার স্কাউট পরিবারের এই ক্ষুদ্র প্রয়াস । ছোট ছোট শিশুরা যখন খাবার এবং শীত বস্ত্র হাতে পেল তখন তাদের মুখের আনন্দের হাসিতেই আমরা একটু শান্তির পরশ খুঁজে পাই এবং ভাবি আমাদের শ্রম বুঝি সার্থক হলো। আর স্বপ্ন দেখি একদিন আমাদের দেশে সব শিশুরাই হাসবে, কেউ আর শীতে কষ্ট পাবেনা, অনাহারে থাকবে না। আমরা আমাদের সামান্য সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তা করার সর্বাত্নক চেষ্টা করেছি‌। এবং উপলব্ধি করতে পেরেছি অপরকে সাহায্য করায় কতটা আনন্দ নিহিত হয়েছে। আমরা আজ সেই দুস্থ শিশু ও বৃদ্ধদের সুখ দুঃখের সাথে মিশে গিয়েছিলাম । আমাদের পরিবারে যে সকল সদস্যরা এই সেবা মূলক কার্য ক্রমের পিছনে শ্রম দিয়েছে এবং যেসকল ভাই/বোনেরা আমাদের সাহস যুগিয়েছে তাঁদের প্রতি আমরা অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আমাদের সদস্যরা বিশ্বাস করে অপরকে সাহয্য করতে সামর্থ্য নয় ইচ্ছা শক্তিই বড়। ভবিষ্যতে এমন সেবা মূলক কার্যক্রম যাতে আরো বিস্তৃত আকারে পরিচালনা করতে পারি সকলের কাছে সেই দোয়াই কামনা করি। #GAIRS #GraphicArtInstituteRoverScoutGroup #HappyScouting
Number of participants
20
Service hours
60
Topics
Personal safety
Youth Programme
Youth Engagement
Good Governance
Global Support Assessment Tool
Legacy BWF
Communications and Scouting Profile
Partnerships

Share via

Share