দীক্ষা ক্যাম্প-২০১৯
গত ২৮নভেম্বর থেকে ৩০নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল গ্রাফিক আর্টস ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ৬ষ্ট তম বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প ২০১৯ ।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গ্রুপ সভাপতি জনাব প্রকৌশলী নিহার রঞ্জন দাস স্যার,গ্রুপ সম্পাদক জনাব মোল্লা মোঃ গোলাম মোস্তফা স্যার আরও উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের আর এস এল জনাব ওয়াজিদ হোসেন স্যার এবং শাহিন আক্তার ম্যাম।
অতিথি, শুভাকাঙ্ক্ষী ও অনুপ্রেরণা হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মাদ ফরহাদ স্যার, সফিকুল ইসলাম স্যার। আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সুপরিচিত স্কাউট ব্যক্তিত্ব জাহাঙ্গীর স্যার।
ব্যাক্তিগত ভাবে গ্রাফিক আর্টস ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল উক্ত দীক্ষা ক্যাম্প অনুষ্ঠান সম্পুর্ন করা।
আন্তরিক ভাবে ধন্যবাদ যানাই গ্রাফিক আর্টস ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি জনাব প্রকৌশলী নিহার রঞ্জন দাস স্যার,গ্রুপ সম্পাদক জনাব মোল্লা মোঃ গোলাম মোস্তফা স্যার,উক্ত গ্রুপের আর এস এল জনাব ওয়াজিদ হোসেন স্যার এবং শাহিন আক্তার ম্যাম কে । আপনাদের আন্তরিকতা ব্যাতিত আমাদের পক্ষে এত বড় চ্যালেঞ্জ গ্রহন করা সম্ভব ছিলনা। আপনারা পাশে ছিলেন বিধায় আমাদের পক্ষে এত বড় অনুষ্ঠান করা সম্ভব হয়েছে।
আমার সহপাঠি এবং ছোটো ভাইদের কথা আর কি বলবো। আপনাদের সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে গ্রাফিক আর্টস ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের ইতিহাসে সবচেয়ে বড় দীক্ষা ক্যাম্প সুন্দর ভাবে সম্পুর্ন করতে পেরেছি।
উক্ত দীক্ষা ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অর্থাৎ দীক্ষা ও তাঁবু জলসা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ সভাপতি জনাব প্রকৌশলী নিহার রঞ্জন দাস স্যার,গ্রুপ সম্পাদক জনাব মোল্লা মোঃ গোলাম মোস্তফা স্যার আরও উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের আর এস এল জনাব ওয়াজিদ হোসেন স্যার এবং শাহিন আক্তার ম্যাম।
অতিথি, শুভাকাঙ্ক্ষী ও অনুপ্রেরণা হিসেবে উপস্থিত ছিলেন মুঃ ওমর আলী,এলটি ( সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার) এবং উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভারের সুপরিচিত স্কাউট ব্যক্তিত্ব জাহাঙ্গীর স্যার, সায়েদ বাসিত ভাই (সিনিয়র রোভারমেট প্রতিনিধি, ঢাকা জেলা রোভার)।
হইতো উক্ত অনুষ্ঠানে আমাদের কিছু ভুলত্রুটি হয়েছে। এ জন্য আমি গ্রাফিক আর্টস ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি জনাব প্রকৌশলী নিহার রঞ্জন দাস স্যার,গ্রুপ সম্পাদক জনাব মোল্লা মোঃ গোলাম মোস্তফা স্যার, উক্ত গ্রুপের আর এস এল জনাব ওয়াজিদ হোসেন স্যার এবং শাহিন আক্তার ম্যাম আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের ভুলত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে যেন এই ভুল গুলো না হয় সে বিষয়ে আমাদেরকে মুল্যবান দিকনির্দেশনা দিবেন।
##গ্রাফিক আর্টস ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ##