Certificate of Recognition
Profile picture for user MD. FAZLE RABBY_1
Bangladesh

Certificate of Recognition

আলহামদুলিল্লাহ ! ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে জাতিসংঘ, একশন এইড, ভিএসও, যৌথ উদ্যোগে বাংলাদেশের সেরা দশটি প্রকল্পকে স্বিকৃতী দিয়েছে। এর মধ্যে ঢাকার ক্রিস্টাল ওপেন স্কাউটস এর লালমনিরহাট জেলায় ধরলা পাড়ে স্কাউটের চরে "স্কাউটিং এর সেবার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবন মান উন্নয়নের" কাজ বিশেষভাবে স্বিকৃত হয়েছে। এই প্রকল্পে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে টেকসই উন্নয়নের ৯ লক্ষ্য পুরনে গত দশ বছর ধরে কাজ করে যাচ্ছি। এ অর্জন বাংলাদেশ স্কাউটস এর, তথা বাংলাদেশের। এখানে উল্লেখ্য, ২০১৮ সালে বিশ্ব স্কাউট সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে প্রতিযোগিতায় আমাদের এই কাজ প্রথম স্থান অধিকার করে। সারা বিশ্বকে দেখানোর জন্য গত আগস্টে এপিআর থেকে ৪ দিন ধরে এই কাজের ইম্প্যাক্ট ধারন করে নিয়ে যায়। সম্প্রতি বাংলাদেশ স্কাউটস এর সভাপতি জনাব মোঃ আবুল কালাম আজাদ স্কাউটের চরে আমাদের এই কাজ পরিদর্শন করেন।
Number of participants
50
Service hours
100
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Communications and Scouting Profile

Share via

Share