
CBSC-2020 Hike Team
বাংলাদেশ স্কাউটস এক্সটেনশন স্কাউটিং বিভাগ কতৃক আয়োজিত ২য় জাতীয় কমিউনিটি বেইসড স্কাউট ক্যাম্প -২০২০ সাবরাং, টেকনাফ কক্সবাজার এ অনুষ্ঠিত হয় ১৭ - ২৩ ফেব্রুয়ারী ২০২০ এতে দেশি বিদেশি প্রায় ৩০০০ অংশগ্রহণ করে বাংলাদেশ সহ নেপাল ভারত ও যুক্তরাজ্য থেকে আগত স্কাউটরা অংশগ্রহণ করে। এখানে আমর হাইকিং-এ কাজ করি ।