Bangladesh Scouts:2025 and Beyond
বাংলাদেশ স্কাউটস এর স্ট্র্যাটিজিক প্লানিং এন্ড গ্রোথ বিভাগ Bangladesh Scouts:2025 and Beyond নামক একটি ওয়ার্কশপ এর আয়োজন করে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক এ৷ সেখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ৪০ জন রোভার এবং এডাল্ট লিডার অংশগ্রহণ করে। ওয়ার্কশপ টি ৪-৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১২ টি সেশনের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস এর স্ট্র্যাটিজিক এবং গ্রোথ নিয়ে বিভিন্ন সময়োপযোগী আলোচনা হয়। দেশ বরেণ্য স্কাউটার দের নিয়ে আয়োজন করা হয়েছিলো মিট দ্যা স্কাউট ফেলোশীপ প্রোগ্রাম । প্রথিতযশা স্কাউটার রা সেখানে নিজদের স্কাউটিং লাইফের বিভিন্ন বিষয় ওয়ার্কশপে উপস্থিত সবার সাথে শেয়ার করেন৷
বাংলাদেশ স্কাউটস এর সদস্য সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় এবং সদস্য বৃদ্ধিতে কি বাধা আসে এবং তা থেকে কিভাবে উত্তরণ করা যায় এসব নিয়ে বিস্তর আলোচনা এবং সমাধান বের করা হয়েছে।
বিভিন্ন প্রস্তাবনা নেওয়া হয় রোভার এবং এডাল্ট লিডারদের মধ্য থেকে।