বন্যার্তদের(নিজ হাতে তৈরী) খাদ্য বিতারণ
Profile picture for user Rover shamimul_1
Bangladesh

বন্যার্তদের(নিজ হাতে তৈরী) খাদ্য বিতারণ

বগুড়া জেলা রোভারের বাস্তবায়নে ভিকানেরপাড়া স্কুল মাঠে রোভারদের তৈরি খাদ্য এবং মাস্ক দুঃস্থ মানুষদের মাঝে বিতরণ অনুষ্ঠিত এবং সফলভাবে সম্পন্ন । তারিখ: ২৭ আগস্ট,২০২০ স্থান: ভিকানেরপাড়া উচ্চ বিদ্যালয়, সোনাতলা, বগুড়া । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জিয়াউল হক, জেলা প্রশাসক, বগুড়া এবং সভাপতি, বাংলাদেশ স্কাউটস, বগুড়া জেলা রোভার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মিনহাদুজ্জামান লাঁটন, চেয়ারম্যান, সোনাতলা উপজেলা পরিষদ । অত্র কার্যক্রমে সভাপতিত্ব করেন জনাব মোঃ শফিকুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, সোনাতলা এবং সভাপতি বাংলাদেশ স্কাউটস, সোনাতলা উপজেলা । এসময় রোভারদের দ্বারা ( নিজ হাতে তৈরি ) বন্যার্তদের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করা হয় ।
Number of participants
60
Service hours
600
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Partnerships

Share via

Share