Profile picture for user sifat ahmed
Bangladesh

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম- ২০২৪

জনাব, মোশতাক আহমেদ গ্রুপ সম্পাদক কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ ও সহকারী কমিশনার গাজীপুর জেলা রোভার। এবং RSL কাজী আজিমউদ্দিন কলেজ রোভার ইউনিট -(ক)

কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ এর উদ্যোগে দুই দিনব্যাপী কুমিল্লা জেলার লাকসাম ও চৌদ্দগ্রাম উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ভয়াবহ বন্যায় দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।আমরা ৫টি টিমে বিভক্ত হয়ে এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে গিয়ে যাদের প্রয়োজন তাদের টোকেন সরবরাহ করি এবং একটা নির্দিষ্ট সময়ে নির্দেশনা মোতাবেক টোকেনসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসে উপস্থিত হলে প্রত্যেকে এক ব্যাগ করে ত্রাণ সামগ্রীর উপহার দেই।

বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করার ফলে আমরা দেখতে পাই বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারলে যেমন নিজের আত্ম সন্তুষ্টি এবং তৃপ্তি লাভ হয়। ঠিক তেমনি বিপদগ্রস্ত মানুষের উপকারে আসা যায় ও বিপদগ্রস্তদের মুখে হাসি ফোটানো যায়।

Started Ended
Number of participants
14
Service hours
12
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Health lifestyles
Humanitarian action
Communications and Scouting Profile

Share via

Share