বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ রাজশাহী জেলা রোভার স্কাউট
২০২০ সালের ১৫ মার্চ রাজশাহী জেলা রোভার স্কাউট এর সহযোগিতায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয় ছিলো
১.গান
২.কবিতা (স্বরচিত)
৩.কবিতা আবৃত্তি
৪.কোরান /গীতা পাঠ
৫. নৃত্য
৬.মুখাভিনয়।
আমি মুখাভিনয়ে অংশ গ্রহণ করি এবং দ্বিতীয় স্থান অধিকার করি।রাজশাহী জেলা রোভার স্কাউট এর সম্পাদক প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।