বিন্যা মূল্যে 'মাস্ক' বিতরণ

বিন্যা মূল্যে 'মাস্ক' বিতরণ

বুয়েট প্রাক্তন ছাত্র সমিতি এর সৌজন্যে বাংলাদেশ স্কাউটস এর সদস্যরা ঢাকার বিভিন্ন বস্তি এবং ব্যস্ত এলাকায় বিনামূল্যে কাপড়ের তৈরি মাস্ক বিতরণ কাজে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় নো দাইসেলফ ওপেন স্কাউট, ঢাকা এর সদস্যরা মাস্ক বিতরণ কাজে অংশগ্রহণ করে গত ৭ জানুয়ারি। ঢাকার কামরাঙীচর এলাকায় ২ হাজার মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। বিনামূল্যে কাপড়ের তৈরি এই মাস্ক পেয়ে সবাই বেশ আনন্দিত।কাপড়ের তৈরি মাস্ক একাধিক বার ব্যবহারযোগ্য। স্বাস্থ্য বিধি মেনে সবাইকে সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড় করিয়ে মাস্ক বিতরণ করা হয়।
Number of participants
5
Service hours
10

Share via

Share