বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা-২০২০
USAID এর উদ্যোগে গত ১৬ই ফেব্রুয়ারি ২০২০ সালে বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজে চরপাড়া হাট এর আশপাশের লোকজনদের বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা করা হয়। উক্ত কার্যক্রমে USAIDএর ১৫জন সদস্য এবং অমি সহ ১৫জন রোভার অংশগ্রহণ করে।
একটু কষ্টকর হলেও অনেক আনন্দের মধ্যেমে আমরা কাজটি শেষ করতে পারি।