বিদায়ী সংবর্ধনা, প্রিয় স্যার মো: নুরুজ্জামান মন্ডল এ,এল,টি অফিস সমন্বয়কারী বাংলাদেশ স্কাউটস, জয়পুরহাট জেলা।
যখন স্কুলে পড়তাম জেলা স্কাউটে প্রথম পদচারণ হয় তখন দেখতাম মো: রায়হানুল আলম স্যার, মি: শান্তি দেওয়ান স্যার, মো নুরুজ্জামান মন্ডল স্যারকে। অনেক কিছু শিখছি ও ভালবাসা পাইছি স্যারদের কাছে। জেলা স্কাউটকে যিনি বটবৃক্ষের ছায়ার মত আগলে রাখছেন মো: নুরুজ্জামান মন্ডল স্যার আজ এ অফিস থেকে চলে গেলেন। এমন একজন ব্যাক্তি যিনি নিজের ব্যক্তিগত জীবনের কথা না ভেবে স্কাউটিং এ নিজেকে বিলিয়ে দিয়েছেন।যার সংস্পর্শে জেলায় তৈরী হয়েছে অনেক শাপলা, পি.এস অ্যাওয়ার্ড। ঈশ্বরের কাছে স্যারের জন্য দীর্ঘায়ু জীবন কামনা করি।
শুভ কামনায়- জয়পুরহাট মুক্ত রোভার স্কাউট গ্রুপ।