বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা রোভারের ব্যবস্থাপনায় "সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন ২০১৯" অনুষ্ঠিত হয়
বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা রোভারের ব্যবস্থাপনায় "সিনিয়র রোভার মেট ওয়ার্কশপ ও জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন ২০১৯" অনুষ্ঠিত হয়। ০৯ সেপ্টম্বর জয়পুরহাট জেলা স্কাউটস ভবনে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে জেলা রোভার সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা রোভার কমিশনার জনাব মো: আব্দুল মজিদ । জেলা প্রশাসনের প্রতিনিধি জনাব ভূপালি ভৌমিক সহকারি কমিশনার জেলা প্রশাসন জয়পুরহাট ও সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনের রির্টানিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন এবং জেলা রোভার কোষাধ্ক্ষয জনাব মো: আজিজার রহমান, ওয়ার্কশপ পরিচালনা করেন জেলা রোভার স্কাউটস লিডার মো: রুহুল আমিন, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন সহ জেলা রোভারের সহকারি কমিশনারগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের,
রোভার স্কাউট লিডার , রাজশাহী বিভাগীয় প্রতিনিধি মো: শিমুল হোসেন, প্রমুখ।
উক্ত ,ওয়ার্কশপ ২য় পর্ব নির্বাচনে মোট ভোটার ছিলো ৫১ জন উপস্থিত ছিলেন ৪২ জন। নির্বাচনে দুই জন সিনিয়র রোভার মেট (ছেলে) প্রতিযোগিতা করেন। তারা হলেন মোঃ জাহিদ হাসান - জয়পুরহাট সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপ ও মোঃ সালেহুর রহমান সজিব - জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসা রোভার স্কাউট গ্রুপ।
১. মোঃ জাহিদ হাসান , প্রাপ্ত ভোট : ০৫টি
২. মোঃ সালেহুর রহমান সজিব, প্রাপ্ত ভোট : ৩৭টি
মোঃ সালেহুর রহমান সজিব বেশী সংখ্যক ভোট পেয়ে জয়ী হন।
ভোট শেষে ফলাফল ঘোষনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার