বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক মহোদয় কে সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন
বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক জনাব আরশাদুল মুকাদ্দিস , যুগ্ন নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) জনাব কে এম সাইদুজ্জামান সহ আগত সকল স্কাউট কর্মকর্তার মহোদয় দের সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।
এসময় উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপ এর সভাপতি জনাব এম এম কামরুল হাসান ( পি আর এস). রোভার স্কাউট লিডার আসলাম হোসেন,(উড ব্যাজার), স্কাউট লিডার মোঃ ইমন আলী, (উড ব্যাজার) সহ সেবা মুক্ত স্কয়ার গ্রুপের স্কাউট সদস্য রোভার স্কাউট সদস্য বৃন্দ।
স্থান: যমুনা কানন, স্কাউট গার্ডেন, ক্রস বার- ৩
#সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ