বাড়ির ছাদে গাছ লাগানো অভিযান পর্ব - ১
“বাড়ির ছাদে বা আঙ্গিনার বাগানে সবজি চাষ, সুস্থ থাকি বারো মাস”
দেহের পুষ্টির চাহিদা পূরনের জন্য এবং শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর সবজি রাখি। খাদ্য হিসেবে সবজির ব্যবহার আমাদের ছয়টি (১। ভিটামিন, ২। খনিজ লবণ, ৩। শর্করা, ৪। আমিষ, ৫। চর্বি ও ৬। পানি) খাদ্য উপাদানের মধ্যে মূল্যবান দুটি উপাদান ভিটামিন ও খনিজ লবণ সরবরাহ করে থাকে। আর সেজন্য প্রয়োজন রয়েছে সারা বছর ধরে বৈচিত্র্যময় সব সবজি উৎপাদন নিশ্চিত করা। “বাড়ির ছাদে বা আঙ্গিনার বাগানে সবজি চাষ" করার জন্য কীভাবে মাটি প্রস্তুত করে টবে গাছ লাগাতে হয় তার মৌলিক ধারণা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আশা করছি সকলে নিজ নিজ অবস্থান থেকে উক্ত বিষয়ে কাজ শুরু করবেন।
বাংলাদেশ স্কাউটস, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগের একটি উদ্যোগ।