
অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট
"শতবর্ষে রোভারিং, সুনাগরিক প্রতিদিন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় আগামি ২৬-৩১ডিসেম্বর ২০১৭ইং পর্যন্ত গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টাদশ আঞ্চলিক রোভার মুট । সারাদেশ থেকে প্রায় ৬০০০ রোভার, কর্মকর্তা ও সেচ্ছাসেবক মুটে অংশগ্রহন করেছে। এছাড়াও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগন অংশগ্রহন করবে,। উক্ত মুটকে আনন্দদায়ক করার লক্ষে ১৪টি চ্যালেঞ্জ রাখা হয়েছে।