অনলাইন কনটেন্ট তৈরি ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ
গত ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার বেলা ৩.০০টায় অনলাইন "জুম অ্যাপের" মাধ্যমে "অনলাইন কনটেন্ট তৈরি ও পোস্টিং" বিষয়ক একটি ওয়ার্কশপ এর উদ্বোধন ঘোষনা করা হয়। সারা দেশ থেকে অর্ধশতাধিক রোভার ও অ্যাডাল্ট লিডারের অংশগ্রহণে দুইদিন ব্যাপী এই ওয়ার্কশপের আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটিকে অলংকৃত করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।
বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটির সম্মানিত সভাপতি ও বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের চেয়ারম্যান জনাব মো: মফিজুল ইসলাম।
ওয়ার্কশপটির সভাপতিত্ব করেন জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার জনাব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার।
এছাড়াও এই বিভাগের অন্যান্য জাতীয় উপ-কমিশনার ও সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকায় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের আয়োজনে এই ওয়ার্কশপ ছিল ২৫-২৬ তারিখ বিকেল ৩.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত।। ওয়ার্কশপটি অংশগ্রহণকারীদের অনলাইন কন্টেন্ট তৈরী ও পোস্টিং বিষয়ক জ্ঞানকে আরোও সমৃদ্ধ করেছে বলে অভিপ্রায় ব্যক্ত করছেন অংশগ্রহণকারী মিডিয়া টিম ও অন্যান্য সদস্যরা।