Profile picture for user Kishor Kumar_1
Bangladesh

অনলাইন কনটেন্ট তৈরি ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ

গত ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার বেলা ৩.০০টায় অনলাইন "জুম অ্যাপের" মাধ্যমে "অনলাইন কনটেন্ট তৈরি ও পোস্টিং" বিষয়ক একটি ওয়ার্কশপ এর উদ্বোধন ঘোষনা করা হয়। সারা দেশ থেকে অর্ধশতাধিক রোভার ও অ্যাডাল্ট লিডারের অংশগ্রহণে দুইদিন ব্যাপী এই ওয়ার্কশপের আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগ। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটিকে অলংকৃত করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটির সম্মানিত সভাপতি ও বাংলাদেশ প্রতিযোগীতা কমিশনের চেয়ারম্যান জনাব মো: মফিজুল ইসলাম। ওয়ার্কশপটির সভাপতিত্ব করেন জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার জনাব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার। এছাড়াও এই বিভাগের অন্যান্য জাতীয় উপ-কমিশনার ও সদস্যবৃন্দ সক্রিয় ভূমিকায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের আয়োজনে এই ওয়ার্কশপ ছিল ২৫-২৬ তারিখ বিকেল ৩.৩০ থেকে ৬.৩০ পর্যন্ত।। ওয়ার্কশপটি অংশগ্রহণকারীদের অনলাইন কন্টেন্ট তৈরী ও পোস্টিং বিষয়ক জ্ঞানকে আরোও সমৃদ্ধ করেছে বলে অভিপ্রায় ব্যক্ত করছেন অংশগ্রহণকারী মিডিয়া টিম ও অন্যান্য সদস্যরা।
Started Ended
Number of participants
70
Service hours
700
Topics
Growth
Partnerships
Communications and Scouting Profile
Global Support Assessment Tool
Good Governance
Legacy BWF
Personal safety
Youth Engagement
Youth Programme

Share via

Share