অাঞ্চলিক মাল্টিপারপাস ওয়াকর্শপ ২০২১ উদ্ভোধন অনুষ্ঠান
বাংলাদেশ স্কাউটস এর পরিচালনা ও বাংলাদেশ স্কাউটস এর সংগঠণ বিভাগের ব্যবস্থাপনায় ১০ জুন ২০২১ তারিখ অনলাইনে ভার্চুয়াল প্লাটফরমে সকাল ৯.৩০ মিনিটে আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও মাননীয় কমিশনার (অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন ড. মোঃ মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কমিশনার (উন্নয়ন) জনাব আখতারুজ জামান খান কবির। মুল বক্তব্যে (কী নোট স্পিচ) পাঠ করেন জাতীয় কমিশনার (বিধি) জনাব মোঃ আনোয়ারুল ইসলাম শিকদার, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার (সংগঠন) জনাব শেখ ইউসুফ হারুন।
এছাড়াও উদ্বেধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনারবৃন্দ, জাতীয় উপ কমিশনারবৃন্দ, নির্বাহী পরিচালক, যুগ্ম নির্বাহী পরিচালক এবং সকল অঞ্চলের আঞ্চলিক কমিশনারগণ, আঞ্চলিক উপ কমিশনারগণ, আঞ্চলিক সম্পাদকগণ, আঞ্চলিক যুগ্মসম্পাদকগণ প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভগণ, জেলা কমিশনার, জেলা সম্পাদক, বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি, জেলা রোভার লিডার, জেলা স্কাউট লিডার, জেলা কাব লিডার, জেলা সহঃ কমিশনার (জিআইএস)/ উদিয়মান মহিলা লিডার, সিনিয়র রোভার মেট প্রতিনিধি, যুব সদস্য (রোভার) এবং আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ স্টাফসহ সর্বমোট ৬৩৫ জন স্কাউটার।
অনলাইনে সকল অঞ্চলের আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ ১০-১২ জুন, ২০২১ পর্যন্ত তিন দিনব্যাপী দৈনিক ২ ঘন্টা করে ২ শিফটে (প্রথম শিফ্ট সকাল ১০;০০ টা থেকে বেলা ১২;০০ টা এবং দ্বিতীয় শিফ্ট বিকাল ৩;০০ টা থেকে বিকাল ৫;০০ টা পর্যন্ত) অর্থাৎ ০৩ দিনে মোট ০৬ শিফটে মোট ১২ ঘন্টায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে।