9th National cub camporee 2020, Bangladesh
শুরু হয়েছে নবম জাতীয় কাব ক্যম্পুরী ২০২০, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক গাজীপুরে । সমগ্র বাংলাদেশ থেকে মোট ৭০০০ হাজার কাব স্কাউট ও ১২০০ কর্মকর্তা সেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন। জাতীয় কাব ক্যাম্পুরী উদ্ভোধন করেন বাংলাদেশ স্কাউটস এর চীফ স্কাউট ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। নানা রকম প্রোগ্রাম এর মাধ্যমে সাজানো হয়েছে কাব স্কাউট দের মিলন মেলা। কাব সোনামণিরা নিজেদের সুন্দর জীবন গড়ার লক্ষ্যে ও পরিস্কার পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়ে ক্যাম্পুরীতে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহন করেছে।