
9th National Cub Camporee-2020
নবম জাতীয় কাব ক্যাম্পুরী
9th National Cub Camporee, Bangladesh
বাংলাদেশ স্কাউটস কতৃক আয়োজিত নবম জাতীয় কাব ক্যাম্পুরী ২০২০ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক গাজীপুর এ ১৯-২৪ জানুয়ারী অনুষ্ঠিত হয় এতে প্রায় ৯ হাজার কাব স্কাউট, ইউনিট লিডার, রোভার সেচ্ছাসেবক, কর্মকর্তা ও প্রফেশনাল স্কাউটরা অংশগ্রহণ করে এতে মোট ১২ টি স্বপ্ন ও কেন্দ্রীয় অনুষ্ঠানাদি হয় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ উপস্থিত থেকে ক্যাম্পুরী উদ্বোধন করেন এর পর বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিব মহোদয় গন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে কাবদের উৎসাহিত করেন।