৮ম ভার্চুয়াল(অনলাইন) ক্রু-মিটিং -২০২০
এই করোনাকালীন সময়ে থেমে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।গত ১৯/৯/২০২০ ইং রোজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের জুম ক্লাউড এপ্সে ক্রু-মিটিং অনুষ্ঠিত হয়।যেখানে উপস্থিত ছিলেন রাঃ বিঃ রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক মহা. নাসিম রেজা স্যার,আরএসএল মোঃ হেলাল উদ্দিন, আরএসএল নূর ইসলাম বাবু স্যার সহ বিভিন্ন স্তরের গার্ল-ইন-রোভার ও রোভার বৃন্দরা।উক্ত ক্রু-মিটিং এ স্যাররা রোভারদের উদ্দ্যেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন এবং শ্রদ্ধেয় মোঃ হেলাল স্যার সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন - বিষয়ে চমৎকারভাবে ক্লাস দেন।