বাংলাদেশ স্কাউটস্ বগুড়া জেলা রোভারের আয়োজনে ২৯ ফেব্রুয়ারী থেকে ০৬ মার্চ, ২০২০ অনুষ্ঠিত হয় ৭ম বগুড়া জেলা রোভার মুট ও ১ম কমডেকা।উক্ত রোভার মুটে প্রায় ১০০০ জন রোভার ও রোভার স্কাউট লিডার অংশগ্রহণ করে।