৭ম বগুড়া জেলা রোভার মুট এবং ১ম কমডেকা

৭ম বগুড়া জেলা রোভার মুট এবং ১ম কমডেকা

বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের আয়োজনে ২৯ ফেব্রুয়ারী থেকে ০৬ মার্চ পর্যন্ত সারিয়াকান্দি সরকারি কলেজ মাঠে ৭ম বগুড়া জেলা রোভার মুট ও ১ম কমডেকা অনুষ্ঠিত হয়। মুট চলাকালীন উক্ত এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে অংশগ্রহণকারী রোভার ও গার্ল-ইন রোভাররা।মুট উদ্বোধন করেন মান্যবর জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের সন্মানিত সভাপতি মহোদয়। মুটের তাঁবু জলসায় উপস্থিত ছিলেন আঞ্চলিক হতে আমন্ত্রিত অতিথি, জেলার আমন্ত্রিত অতিথি সহ এলাকার গুন্যমান্য ব্যক্তিবর্গ। এলাকা সাধারণ মানুষজন তাঁবু জলসা উপভোগ করেন। আমরা সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের " ক" তাঁবু জলসায় চূড়ান্তভাবে মনোনীত হয়।এবং সফল ভাবে মুট শেষ করে ইউনিটে ফিরে আসি।
Started Ended
Number of participants
686
Service hours
76832
Topics
Youth Engagement
Youth Programme
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share