৬৪ তম জোটা ও ২৪ তম জোটস
৬৪ তম জোটা ও ২৪ তম জোটি ও জোটস বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের ব্যবস্থাপনায় জোটাজুটি ২০২০ ও অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের সম্পাদক জনাব এমদাদুল হক উডব্যাজার, যুগ্ম সম্পাদক আরিফুল রেজা এএলটি, ডিআরএসএল নূরউদ্দিন মুহাম্মদ আলমগীর উডব্যাজার, হাসান আলী উডব্যাজার, মোকসেদ আলী,শফিকুল ইসলাম সহ বিভিন্ন কলেজ এর আরএসএল বৃন্দ এবং বিভিন্ন কলেজ এর রোভার ও গার্ল ইন রোভার।