৫ম আন্তর্জাতিক দূর্যোগে সারাদান ও বিশেষ চহিদা সম্পন্নের জন্য করনীয় সম্মেলন -২০১৮
৫ম আন্তর্জাতিক দূর্যোগে সারাদান ও বিশেষ চহিদা সম্পন্নের জন্য করনীয় সম্মেলন -২০১৮ অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এর ৩৫০ জন রোভার অংশগ্রহন করে এবং সম্মেলনে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে।