৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ক্যাম্প ও SDG।
২০১৬ সাল থেকে শুরু হওয়া টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ( SDG) বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার।
SDG এর লক্ষমাত্রা খুবই দর্শনভিত্তিক। এতে মানুষের স্বাধীনতা, সাম্য,ও মানবাধিকারের কথা বলা হয়েছে।
এবং ২০৩০ সালের মধ্য অতিদারিদ্র নিমূল করার লক্ষ নির্ধারন করা হয়েছে। দরিদ্র বিলোপ, বিশেষত অতি দারিদ্র বিলোপকে একটি অন্যতম লক্ষ হিসেবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই লক্ষ্য অভীষ্টে পৌছানোর জন্য বাংলাদেশ সরকারের কাজকে বাস্তবে রুপান্তর করার জন্য ডামুড্যা উপজেলার নির্বাহী কর্মকর্তা মুর্তজা আল মুঈদ স্যারের নির্দেশে '৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ক্যাম্প ২০১৯' ডামুড্যা উপজেলা রোভার ও স্কাউটস এর সামান্য প্রচেস্টা।
গত ২৪ ডিসেম্বর ২০১৯ থেকে ২৯ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত আমরা ডামুড্যা উপজেলার ২ টি ইউনিয়ন (কনেশ্বর ও পূর্ব ডামুড্যা) এ সরজমিনে কাজ করেছি তার কিছু প্রতিচ্ছবি।
মোহাম্মদ হামীম, (এস আর এম)
সরকারি পূর্ব মাদারীপুর কলেজ রোভার স্কাউটস গ্রুপ।