৪র্থ নাটোর জেলা রোভার মেট কোর্স ২০২১
৪র্থ জেলা রোভার মেট কোর্স ০১-০২-২০২১ তারিখ দুপুর ২.০০টায় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধন করেন নাটোর জেলা স্কাউট কমিশনার আব্দুর রাজ্জাক। পরিচালনা করেন কোর্স লিডার আবু সাঈদ আক্রামুজ্জামান নাটোর জেলা স্কাউট সম্পাদক। বিকেলে আমাদের সেশন পরিচালনা পরিচালনা করেন জাকিরুল ইসলাম স্যার সম্পাদক নাটোর জেলা স্কাউট। আমাদের প্রশিক্ষক ছিলেন ১০ জন,এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন ৭ জন।সকাল ৫.৩০ মিনিটে ঘুম এর উঠে সকালের জগিং করে নাস্তা করেছি ৭.৪৫ মিনিট। তারপরে আমাদের সেশন শুরু হয়। দুপুরে গোসল ও নাস্তা করে ১ ঘন্টা সেশন করে ব্যবহারিক কাজ এর প্রশিক্ষণ হয়।সন্ধ্যায় আমাদের সেশন শুরু হয় রাতে নাস্তা করে আমরা ঘুমাতে যায়।২য়, ৩য়,দিনে একই সিলেবাসে ছিলো। ৪র্থ দিনে আমরা হাইকিং-এ যায় নাটোর রাজবাড়ী ও উত্তরা গণভবনে। তার পরে রাতে আমাদের মহাতাবু জলসা হয়। সেখানে পাঁচটি উপদল, গান,নাটক ও নৃত্য প্রদর্শন করে। মহাতাবু জলসার উদ্বোধন করেন এডিসি নাটোর জেলা। ৫ম দিন আমাদের সেশন ও ভাইভা পরীক্ষা হয়। আমাদের হাতে মেট কোর্সের সার্টিফিকেট তুলে দেন বিকেল ৪টার দিকে। আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম সমাপ্ত হয়।