৪৪ তম কোর্স ফর রোভার মেট
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভারের আয়োজনে ১-৩ এপ্রিল ২০২১ ৪৪ তম কোর্স ফর রোভার মেট এর অনলাইন অংশের কার্যক্রম পরিচালিত হয়। করোনার উর্ধগতি এবং দেশজুড়ে লকডাউন এর প্রভাবে উক্ত কোর্স অনলাইনে করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবহারিক অংশ স্বশরীরে অনুষ্ঠিত হবে৷ এই কোর্স এর মাধ্যমে প্রেসিডেন্টস রোভার স্কাউট এওয়ার্ড অর্জনের লক্ষে একধাপ এগিয়ে যায় একজন রোভার। স্কাউটিং এর মৌলিক বিষয় সমূহ, উপদল পদ্ধতি, ক্রু ইন কাউন্সিল, ডেন ব্যবস্থাপনা, ক্যাম্প ফায়ার, সময় ব্যবস্থাপনা ইত্যাদি নানা সেশনের মাধ্যমে রোভারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়