3rd mop local co-ordinators course 2020, Bangladesh
গত ১৫-১৭ জানুয়ারি ২০২০, তৃতীয় ম্যাসেঞ্জার অব পিস লোকাল কো-অর্ডিনেটর কোর্স ২০২০, ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এ আয়োজিত হলো ২৫ জন রোভার, ৫ জন রোভার লিডার এবং ৫ জন প্রশিক্ষক নিয়ে। সবাই ম্যাসেঞ্জার অব পিস সম্পর্কে বিস্তারিত জানেন এবং এমওপি নাচ, আলেলে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানেন। সবাই এক সাথে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশগ্রহন করেন। তারা নিজেদের সুন্দর জীবন গড়া ও বিশ্ব শান্তির প্রত্যয়ে কাজ করার জন্য শপথ নেন।