২য় রোভার এডভেঞ্চার ক্যাম্প ২০২১ চাপাইনবয়াবগঞ্জ
চাপাইনবয়াবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ২৮-৩০ পর্যন্ত চাপাইনবয়াবগঞ্জ বাবুডাইং আদিবাসী এলাকায় একটা ক্যাম্পের আয়োজন করা হয় এডভেঞ্চার ক্যাম্প যেখানে ২৫০ জন রোভার ৫০ জন লিডার ক্যাম্পে অংশগ্রহন করেছিলো এখানে চাপাইনবয়াবগঞ্জসহ মোট ১৭ জেলার রোভাররা অংশগ্রহণ করেছিলো এখানে ক্যাম্পে আমরা বিভিন্ন এডভেঞ্চার করেছিলাম এবং বাবুডাইং এলাকার মানুষ গুলোকে আমরা সুন্দর সমাজ ও দেশ গঠনের জন্য উদ্ভুদ্ধ করেছি মোট অংশগ্রহণ কারি রোভার ২৫০ এর মধ্যে সেচ্ছাসেবক রোভার ও ছিলো এবং ৫০ জন লিডার মোট ৩০০ জন লিডার ও রোভার অংশ্রহন করেছিলো