২য় অনলাইন আইসিটি দক্ষতা উন্নয়ন র্কোস
বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত ২য় অনলাইন আইসিটি দক্ষতা উন্নয়ন কোর্স অনুষ্ঠিত।
উক্ত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ উপস্থিত ছিলেন মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার বাংলাদেশ স্কাউটস ও কমিশনার দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৬-২০ আগষ্ট এ অনলাইন দক্ষতা উন্নয়ন কোর্সে মোট ৫৫ জন প্রশিক্ষনার্থী ও কোর্স লিডার সহ ১০ ট্রেনার উপস্থিত ছিলেন। উক্ত কোর্স থেকে রোভাররা বিভিন্ন আইসিটি টুলস এর ব্যবহার সম্পর্কে জানতে পারে। এ কোর্সের মাধ্যমে রোভাররা তাদের উন্নয়ন সাধন করতে পারবে। তাদের উন্নয়নের পাশাপাশি তাদের নিজ ইউনিট ও জেলার আইসিটি কার্যক্রমে সহযোগীতা করবেন। উক্ত কোর্সের সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এলটি , ভারপ্রাপ্ত সম্পাদক,বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এবং কোর্স লিডার ২য় রোভার আইসিটি উন্নয়ন কোর্স।