২৯তম রোভার মেট কোর্স এর উদ্ভোধন
গতকাল ২১শে নভেম্বর, ২০২০ইং তারিখে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ২৯ তম রোভার মেট কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সের শুভ উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ রফিক উদ্দীন। বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা রোভারের সহ সভাপতি স্কাউটার মোঃ রুহুল আমিন খাঁন এলটি
শুভ উদ্ভোধন করেন মিরসরাই কলেজের অধ্যক্ষ জনাব নুরুল আবসার মহোদয়। উক্ত কোর্সে অনলাইন ( জুম ) এর মাধ্যমে উপস্থিত ছিলেন জনাব মশিউর রহমান,এল টি,
জাতীয় উপ-কমিশনার (প্রোগ্রাম) বাংলাদেশ স্কাউটস ও জেলা স্কাউটস লিডার চট্টগ্রাম জেলা নৌ স্কাউটস।
চট্টগ্রাম জেলা রোভারের ৪১ টি রোভার স্কাউট দল হতে ৫১ জন রোভার ও গার্ল ইন রোভার প্রশিক্ষণার্থী হিসেবে এই কোর্সে অংশগ্রহন করেছে।
সুদক্ষ কোর্স লিডার, কোর্স সচিব, এবং প্রশিক্ষক বৃন্দের সুদক্ষ পরিচালনায় একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ মন্ডিত ভ্যানুতে “২৯ তম রোভার মেট কোর্স ” অনুষ্ঠিত হচ্ছে, আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই কোর্সটি চলবে।