১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ব্রুনাই দারুস সালাম, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফিলিপাইনের স্কাউট ও কর্মকর্তা এতে অংশ নেয়। স্কাউটদের পদচারণে মুখর হয়ে উঠে জাম্বুরী ময়দান। ময়দানে পৌঁছানোর পর নির্ধারিত তাঁবু বুঝে নিয়ে তাঁবু এলাকা গুছিয়ে বাসযোগ্য করে গড়ে তোলে স্কাউটরা।
বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় গত ৮ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত হয় এ জাম্বুরী। এবারের থিম ছিল ‘যোগ্য নেতৃত্ব উন্নত দেশ’।