
০৪ তম ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০০২, পাচমারী, ভারত
বাংলাদেশ স্কাউটস এর সহযোগীতায় ও দি ভারত স্কাউটস অ্যান্ড গাইড এর পরিচালনায়, ০৪ তম ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার ক্যাম্প ২০০২ অনুষ্ঠিত হয়। গত ১৬/০২/২০০২ তারিখ হতে ২৫/০২/২০০২ ইং তারিখ পযর্ন্ত । ক্যাম্প স্থানঃ ন্যাশনাল অ্যাডভেঞ্চার ইন্সিটিটউট পাচমারী, ভারত।
উক্ত ক্যাম্পের আমি একজন প্রশিক্ষনাথী হিসাবে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ স্কাউটস, এর প্রোগ্রাম বিভাগকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।
উক্ত ক্যাম্পে অংশগ্রহণের পাশাপাশী আমারা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ দিবস উৎযাপন করেছি, ও পাশাপাশি ঈদ-উল-আযহা উৎযাপন করে ছিলাম, যাহা আমার জীবনের একটি সরোণীয় ঘটনা।
উক্ত প্রোগ্রামে মোট প্রশিক্ষনাথী ছিলাম ৪৮ জন ও প্রশিক্ষক ছিলেন ২৪ জন।