Bangladesh

স্কাউট আন্দোলন এর উদ্দেশ্য

বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়, প্রফুল্ল, মিতব্যয়ী, নির্মল রয়।) স্কাউটদের মটো ‘‘সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা।’’ সুষ্ঠু পরিচালনার জন্য স্কাউট মটো- কাব, স্কাউট ও রোভারদের মধ্যে নিম্নভাবে ভাগ করা হয়েছে কাব মটো ‘‘যথাসাধ্য চেষ্টা করা’’ স্কাউট মটো ‘‘সদা প্রস্তুত’’ রোভার মটো ‘‘সেবা’’ এই মটোকে সামনে রেখে কাব, স্কাউট, ও রোভাররা তাদের বয়স বাড়ার সাথে সাথে নিজেদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করে। বিশ্ব স্কাউটিং ও বিশ্বভ্রাতৃত্ব প্রথম অবস্থায় বিশ্বজুড়ে বালকদের প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা নিয়ে স্কাউটিং আরম্ভ হয়নি, কিন্তু স্কাউট আন্দোলনের প্রবর্তক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর (সংক্ষপে বিপি) চিন্তাধারা ও প্রশিক্ষণ পদ্ধতি যা কল্পনাতীত রূপে বিভিন্ন দেশে গৃহীত ও প্রয়োগ হয়। দেশের পর দেশ অনুধাবন করতে পারে যে বালকদের কাছে স্কাউটিং যে আবেদন সৃষ্টি করে অন্য কোন প্রশিক্ষণ পদ্ধতি তেমন আর পারেনা। এইভাবে স্কাউটিং বিশব জনগণের মধ্যে তার একটি ঐক্যবন্ধন সৃষ্টি করেছে। বিশ্ব স্কাউট ভ্রাতৃত্ব গড়ে তোলার প্রথম ধাপ হচ্ছে ষষ্ঠক/উপদল । একজন নবাগত কাব/স্কাউট/রোভার দলে যোগদান করার পর নিজ ষষ্ঠক/উপদলের সকলের সাথে ভ্রাতৃত্ব গড়ে তোলে। পরবর্তীতে এই গণ্ডি ষষ্ঠক/উপদল অতিক্রম করে বিস্তার লাভ হয়ে দল/ গ্রুপের সকল সদস্যদের মধ্যে, পরবর্তীতে এই ভ্রাতৃত্ব বিস্তার ঘটে থানা/জেলা স্কাউটসের সকল কাব, স্কাউট, রোভারদের মধ্যে, পরবর্তীতে এই ভ্রাতৃত্বের বিস্তার ঘটে আঞ্চলিক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। ইউনিট / গ্রুপ তাঁবু বাস থানা/জেলা স্কাউটস কর্তৃক আয়োজিত স্কাউট সমাবেশ ও অন্যান্য অনুষ্ঠানাদিতে যোগদান এবং আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্যাম্পুরী, সমাবেশ, রোভারমুট, জাম্বুরী, ইউয়ুথ ফোরাম ইত্যাদি স্কাউট অনুষ্ঠানে যোগদান করে একজন স্কাউট এর মনে এই বিশ্ব ভ্রাতৃত্ববোধ আরো নিবিড়তর হয়।
Topics
Better Choice
Youth Programme
Interpersonal skills
Healthy Planet
Youth Programme
Communications and Scouting Profile
Culture and heritage
Civic engagement
Better Choice
Good Governance
Diversity and inclusion
Entrepreneurship

Share via

Share