MoP Day
এই পৃথিবী আমাদের।কিন্তু আজ এই পৃথিবী রয়েছেন হুমকিরমুখে। এর প্রধান কারণ হলো বৃক্ষ নিধেন। যদি বৃক্ষ নিধন কমানো না যায় তবে,এই পৃথিবী বসাবসের মত পরিবেশ থাকবে না।বাংলাদেশ সহ যে সকল দেশ নদী ভাঙ্গান নিয়মিত সে সকল দেশে নদী পাড়ে বাঁধ দিয়ে গাছ লাগালে নদী ভাঙান কম হবে।সুন্দরবন সহ সকল বন এবং জঙ্গলে গাছ রোপন করতে হবে।সরকারি -বেসরকারি প্রতিষ্টান,স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে খোলা অংশ বৃক্ষরোপন এবং ছাদবাগান করা যেতে পারে।বিদ্যালয়ে শিক্ষার্থীদের গাছের উপকারিতা, সহজে লাগানোর উপায় শিখানো যেতে পারে এবং বৃক্ষ রোপণের জন্য উদ্বত করতে হবে।প্রত্যেক মানুষ কে গাছ উপকারিতা সম্পর্কে জনাতে হবে,গাছ কেটে ফেললে কি কি ক্ষতি হয় তা জানাতে হবে,প্রয়োজনে লিফলেট,পথ নাটক, গান আয়োজন করতে হবে।বারান্দায় এবং ছাদ বাগাব সম্পর্কে ধারনা দিতে হবে। বিদ্যালয়,কলেজ,বিশ্ববিদ্যালয় প্রতিটি প্রতিষ্টানে গাছ লাগানে জোরদার করতে হবে।অপ্রয়োজনে গাছ কাটলে আইনের ব্যবস্হা নিতে হবে।পরিত্যক্ত জায়গায় বৃক্ষ রোপণ করতে হবে।১ টি গাছ কাটার আগে,৫ টি গাছ অবশ্যই লাগাতে হবে।কারণ,এই পৃথিবী বৃক্ষ উপর নির্ভর।গাছ কে ভালোবাসতে।এই পৃথিবী যত সবুজ করা যাবে তত হবে নিরাপদ তা মানুষকে বুঝাতে হবে।
রাসায়নিক, প্লাস্টিক, পলিথিন ব্যবহার কমাতে হবে,পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা যেতে পারে।
প্রত্যেক বছর করতে হবে বৃক্ষ রোপন আয়োজন।মানুষকে গাছ প্রতি ভালোবাসা জাগাতে হবে
#SmileBringers_IdeaforMakingGreenWorld
#MoP_Bangladesh
#PeaceDay
#Team_SmileBringers
#SmileBringers_GreenMarathon
#BangladeshScouts