ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ প্রোগ্রাম
আপনাদের থেকে প্রচুর পরিমানে সাড়া পেয়ে এবং সবার অনুরোধে বাংলাদেশ স্কাউটস, এক্সটেনশন স্কাউটিং বিভাগের "ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ প্রোগ্রাম" এর ব্যবস্থাপনায় "শতবর্ষে মুজিব" শিরোনামে ট্যালেন্ট হান্ট এর রেজিষ্ট্রেশনের সময় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।
তাই আর দেরি না করে এক্ষুনি রেজিষ্ট্রেশন করে ফেলুন!
রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/3XcSBWRMd596UMP69