গত ২৬ আগস্ট,২০২০ তারিখ রাত ০৮ঃ০০ টায় বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের ভার্চ্যুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
Profile picture for user roverscoutrabbi2@gmail.com_1
Bangladesh

গত ২৬ আগস্ট,২০২০ তারিখ রাত ০৮ঃ০০ টায় বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের ভার্চ্যুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গত ২৬ আগস্ট,২০২০ তারিখ রাত ০৮ঃ০০ টায় বাংলাদেশ স্কাউটস ভোলা জেলা রোভারের ভার্চ্যুয়াল সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা রোভারের সভাপতি ও সম্মানীত জেলা প্রশাসক জনাব মোঃ মাসুদ আলম সিদ্দিক। সভায় যুক্ত ছিলেন ভোলা জেলা রোভারের সম্মানিত কমিশনার ও ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, ভোলা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া, সরকারি শাহবাজপুর কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম মোল্লা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ভোলা জেলা রোভারের সম্পাদক জনাব মোঃ কামাল হোসেন সহ বিভিন্ন ইউনিটের সম্মানিত গ্রুপ সভাপতি ও আর.এস.এল বৃন্দ এবং বিভিন্ন ইউনিটের এস.আর.এম গন। সভায় বর্তমান পরিস্থিতিতে জেলা রোভারের কার্যক্রম আরও বেগবান লক্ষ্যে আগামী ১০ই সেপ্টেম্বর রোভার ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স ও ১৫ই অক্টোবর থেকে বেসিক কোর্স করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোভারের কার্যক্রম সচল রাখার জন্য জেলা রোভার কাজ করে যাচ্ছে। উক্ত প্রোগ্রাম এ ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।
Topics
Youth Programme
Personal safety
Partnerships

Share via

Share