এটুআই-ইনোভেশন ল্যাব এর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দেশীয় উদ্ভাবনসমূহ নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আই ল্যাব অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এটুআই এর উদ্যোগে আজ ১২ মে ২০১৯, এটুআই-ইনোভেশন ল্যাব এর আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দেশীয় উদ্ভাবনসমূহ নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আই ল্যাব অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আইটিইএক্স-২০১৯ সম্মাননা ও অন্যান্য আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রজেক্টের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা। উক্ত মতবিনিময় সভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক, এমপি। প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন এটুআই এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ এবং সঞ্চালনা করেন এটুআই এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী।