Air Regional Multipurpose Online Workshop 6 to 8 June 2020. They connected with Zoom apps
Profile picture for user MD.BAPPY_1
Bangladesh

Air Regional Multipurpose Online Workshop 6 to 8 June 2020. They connected with Zoom apps

করোনা পরিস্থিতির কারনে অনলাইন এ অনুষ্ঠিত হলো বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চলের আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২০ বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চলের উদ্যোগে ০৬ থেকে ০৮ জুন ২০২০ খ্রি. জুম এপ্সের মাধ্যামে অনলাইন আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২০ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ এর উদ্বোধন ও সভাপতিত্ব করেন এয়ার কমোডোর কাজী আব্দুল মঈন কমিশনার, বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল মহোদয় ওয়ার্কশপে প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (সাপ্লাই সার্ভিস ম্যানেজমেন্ট ও প্রশাসন (হেডকোয়ার্টার্স)) জনাব মোঃ মাহমুদুল হক। উক্ত ওয়ার্কশপে বিশেষ স্কাউট ব্যক্তিতা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন পিঅারএস, এলটি জাতীয় উপ-কমিশনার (প্রশিক্ষণ), জনাব ফাহমিদা জাতীয় উপ-কমিশনার(আন্তর্জাতিক), জনাব মোঃ জিয়াউল হুদা হিমেল,জাতীয় উপ কমিশনার (স্ট্রাটেজিক প্লানিং এন্ড গ্রোথ) বাংলাদেশ স্কাউটস। ওয়ার্কশপ এ আরো উপস্তিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন আ ন ম আবদুল হান্নান, স্কোয়াড্রন লীডার মোঃ শাহ আলম সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল। এছাড়াও জনাম মো: শফিকুল ইসলাম এলটি, আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ), জনাব ফারহানা রহমান সেতু পিঅারএস, সিএএলটি আঞ্চলিক উপ কমিশনার (প্রোগ্রাম) বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল। জনাব মোঃ শামসুল হক আঞ্চলিক পরিচালক বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে, নৌ, এয়ার অঞ্চল। অারো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল এর অাওতাধীন ৬ টি জেলা এয়ার স্কাউটস ঢাকা, কুর্মিটোলা, চিটাগাং, যশোর, মৌলভীবাজার, টাঙ্গাইল এর জেলা সম্পাদক, জেলা কাব স্কাউট, স্কাউট, রোভার লিডার ও এয়ার অঞ্চল এর অাওতাধীন বিভিন্ন ইউনিটের গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার এবং কর্মকতা সহ সর্বমোট ৩৫ জন উক্ত ওয়ার্কশপ এ অংশগ্রহণ করেন। উক্ত ওয়ার্কশপে প্রোগ্রাম, প্রশিক্ষণ,সংগঠন, সমাজ উন্নায়নসহ বিভিন্ন বিভাগের বার্ষিক পরিকল্পনা তৈরি করা হয়। পরিশেষে মুক্ত আলোচনায় বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের কার্যক্রমকে আরো গতিশীল করতে ইউনিট গুলোকে অধিক সক্রিয় করার লক্ষ্যে ভূমিকা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়।
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Global Support Assessment Tool
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share