
৭ম বগুড়া জেলা রোভার মুট-২০২০
বাংলাদেশ স্কাউটস্ রোভার অঞ্চলের নির্দেশনায় বগুড়া জেলা রোভারের উদ্যোগে ২২-২৭ ফেব্রুয়ারী, ২০২০ পর্যন্ত সারিয়াকান্দি কলেজ মাঠ,সারিয়াকান্দি, বগুড়ায় ৭ম বগুড়া জেলা রোভার মুট ও প্রথম কমডেকা অনুষ্ঠিত হবে। উক্ত রোভার মুটে প্রায় ৮০ টি রোভার স্কাউট ইউনিট অংশগ্রহণ করবে।