3rd Course for Air Rover Mate 2021
৩য় কোর্স ফর এয়ার রোভার মেট ২০২১। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোঃ আখতারুজ জামান খান কবির এএলটি জাতীয় কমিশনার ( উন্নয়ন) বাংলাদেশ স্কাউটস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্কোয়াড্রন লীডার মোঃ শাহ আলম, আঞ্চলিক সচিব, বাংলাদেশ স্কাউটস, এয়ার অঞ্চল। অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে যুক্ত হয়েছেন জনাব মিজানুর রহমান শেলী এলটি, জাতীয় উপ কমিশনার (প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউটস। জনাব মোঃ শামসুল হক এলটি আঞ্চলিক পরিচালক বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে, নৌ, এয়ার অঞ্চল। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমঅনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ফ্লাইট লেঃ বি এম তানভীর ইসলাম রাব্বি সচিব, বাংলাদেশ স্কাউটস, কুর্মিটোলা জেলা এয়ার। এবং উপস্থিত আছেন ৩য় কোর্স ফর এয়ার রোভার মেট এর কোর্স লিডার জনাব মোঃ সফিকুল ইসলাম এলটি আঞ্চলিক উপ- কমিশনার ( প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউট, এয়ার অঞ্চল।