যাত্রীসেবায় দৌলতদিয়া লঞ্চঘাটে রাজবাড়ী জেলা রোভার।
ঈদুল আযহা উপলক্ষে বি. আই. ডাব্লউ.টি. এ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর ও
রাজবাড়ী জেলা রোভারের সুযোগ্য সম্পাদক, জনাব মোঃ আবদুর রশিদ মিঞার অনুমতি ক্রমে ঈদ পরবর্তী চারদিন ব্যাপি সাধারণ মানুষ নিজ কর্মস্থলে ফেরার পথে দৌলতদিয়া লঞ্চঘাটে যাত্রীসেবার আয়োজন করা হয়।
লঞ্চঘাটে রোভার সদস্যদের যাত্রীসেবার বিষয়ে রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক,জনাব মোঃ আব্দুর রশিদ মিঞা বলেন, আমাদের রাজবাড়ী জেলা রোভার প্রতি বছর ঈদে ঢাকা ফেরত যাত্রীদের বিআইডাব্লউটিএ এর সহযোগিতায় যাত্রী সেবা দিয়ে থাকে, এতে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের বেশ সুনাম অর্জন করেছে।আমি আশা রাখি রাজবাড়ী জেলা রোভার বাংলাদেশের সকল প্রতিকূল মূহুর্তে দেশের জন্য কাজ করে যাবে আমি আশাবাদী।
উক্ত যাত্রীসেবায় দৌলতদিয়া লঞ্চঘাটে বর্তমান মহামারি করোনা ভাইরাসের জন্য সামাজিক দুরত্ব ও মাক্স ব্যবহার নিশ্চিত করা। শান্তিপূর্ণভাবে লঞ্চে উঠানো ও নদীপার করার লক্ষ্যে কাজ করে বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা রোভারের বিভিন্ন কলেজের রোভার বৃন্দ। প্রতিদিন সকাল ৮ ঘটিকা হতে রাত ৮ ঘটিকা পর্যন্ত দুই শিফটে ১০ জন করে মোট ২০ জন রোভার যাত্রীসেবা প্রদান করে থাকে।