তৃতীয় স্কাউট বিচ ক্যাম্প-২০১৯
বাংলাদেশ স্কাউট এর আয়োজনে ও কক্সবাজার জেলা রোভারের তত্বাবধানে কক্সবাজার জেলা স্কাউট প্রাঙ্গণে ১৬-২০ এপ্রিল ২০১৯ তৃতীয় স্কাউট বিচ ক্যাম্প ২০১৯ এর আয়োজন করা হয়। উক্ত বিচ ক্যাম্পের দ্বিতীয় পর্বে মোট নয়টি দল অংশগ্রহণ করেছিলো। প্রতিটি দলে আরএসএল স্যার সহ মোট নয়জন করে সদস্য ও একজন করে গেস্ট রোভার ছিলেন। উক্ত ক্যাম্পে বিভিন্ন চ্যালেঞ্জ, হাইকিং ও প্রোগ্রাম সেশন এর মধ্য দিয়ে ক্যাম্প অনুষ্ঠিত হয়।