তৃণমূলে রোভারিং পর্ব: ১২
Bangladesh

তৃণমূলে রোভারিং পর্ব: ১২

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত লাইভ অনুষ্ঠান "তৃণমূলে রোভারিং"। আজ অনুষ্ঠানের দ্বাদশ পর্বে আমাদের সাথে সংযুক্ত হয়েছে "বগুড়া জেলা রোভার"। . আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন: • জনাব মোহাম্মদ এমদাদুল হক, সম্পাদক, বগুড়া জেলা রোভার। • জনাব মো. সাইদুজ্জামান স্বপন, কমিশনার, বগুড়া জেলা রোভার। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে আমাদের সাথে যুক্ত আছেন: • ড. কে.এম.এ.এম. সোহেল, এলটি, যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। • প্রফেসর এ.কে.এম. সেলিম চৌধুরী, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। এবং আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন: • জনাব মো. মাহমুদুল হক, জাতীয় কমিশনার (সাপ্লাই সার্ভিস ম্যানেজমেন্ট ও প্রশাসন (হেডকোয়ার্টার্স), বাংলাদেশ স্কাউটস, দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিশনার, বগুড়া জেলা স্কাউটস এবং রোভার। অনুষ্ঠানটি একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের অফিসিয়াল ফেসবুক পেইজ: fb.com/bsrover এবং ইউটিউব চ্যানেল: youtube.com/bsrover এর মাধ্যমে।
Number of participants
500
Service hours
1000
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Communications and Scouting Profile
Partnerships

Share via

Share